চুয়াডাঙ্গায় কমিউনিটি পুলিশিং ডে পালিত

‘কমিউনিটি পুলিশিং ডে’র কেক কাটেছেন অতিথিরা ‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ স্লোগানে চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে ‘কমিউনিটি পুলিশিং ডে’। 

এ উপলক্ষে আজ শনিবার (৩১ অক্টোবর) সকাল ১১টায় শহরের শহীদ হাসান চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা অ্যাকাডেমি চত্বরে এসে শেষ হয়।

পরে পুলিশ সুপার জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। প্রধান আলোচক ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপুসহ অন্যরা। 

সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে আরও গতিশীল করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বক্তারা। পরে দিবসটি উপলক্ষে কেক কাটেন অতিথিরা।