কলাবাগানে নিহত ছাত্রীর দাফন কুষ্টিয়ায় সম্পন্ন


রাজধানীর কলাবাগানে নিহত ইংরেজি মাধ্যমের ‘ও’লেভেলের ছাত্রীর (১৭) দাফন কুষ্টিয়ায় সম্পন্ন হয়েছে। শনিবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার কমলাপুরের গোপালপুর ঈদগাহ্ মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে। দাফন শেষে স্থানীয় এলাকাবাসী দোষীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেন।
এর আগে রাত ১টার দিকে ওই কিশোরীর মরদেহ ঢাকা থেকে নিজ বাড়িতে নিয়ে আসা হয়। ভোর থেকেই শত শত মানুষ তাকে শেষবার দেখতে বাড়িতে ভিড় করে। এসময় নিকটজন আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। বার বার মূর্চ্ছা যাচ্ছিলেন কিশোরীর বাবা আল আমিন আহম্মেদ।
দাফন শেষে তাৎক্ষণিকভাবে হত্যাকারীর দ্রুত ফাঁসির দাবীতে মানববন্ধন করে এলাকাবাসী। কমলাপুর বাজারে সড়কের দুই পাশে দাঁড়িয়ে শত শত মানুষ এই মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধনে স্কুলছাত্রীর বাবা আল আমিন আহম্মেদ, ছোটভাই নিভানসহ আত্মীয় স্বজনরাও উপস্থিত ছিলেন। সবাই স্কুলছাত্রী হত্যাকারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

জানাজার পর দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাজধানীর কলাবাগানের নিজ বাসা থেকে বন্ধু তানভীর ইফতেফার দিহানের বাসায় যায় সে। পরে গুরুতর অবস্থায় ওই ছাত্রীকে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন দিহান। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তানভীর ইফতেফার দিহানকে (১৮) আসামি করে কলাবাগান থানায় মামলা করেন নিহতের বাবা আল আমিন আহম্মেদ। কলাবাগান থানা পুলিশ দিহানকে গ্রেফতার করে।