‘নাচতে না জানলে উঠান বাঁকা’

পৌরসভা নির্বাচনের ফল শেখ হাসিনার প্রতি জনগণের আস্থার প্রতিফলন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। তিনি বলেন, ‘নির্বাচনে হেরে বিএনপি কারচুপির অভিযোগ তুলছে। আসলে নাচতে না জানলে উঠান বাঁকা।’

রবিবার (১৭ জানুয়ারি) সকালে কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে ইউনিয়ন পর্যায়ের ২০২১-২২ চক্রের ভিজিডি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘বিএনপি নিজেরা ভোটে বারবার হারছে, কুষ্টিয়াতেও লজ্জাজনকভাবে পরাজিত হয়েছে। আওয়ামী লীগের প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছে। এর মধ্য দিয়ে প্রমাণ হয়েছে, দেশের জনগণ উন্নয়ন, অগ্রগতি ও শান্তির পক্ষে।’

তিনি আরও বলেন, ‘বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে দেশকে যেভাবে এগিয়ে নিয়ে গেছেন, যেভাবে দেশের মানুষকে শান্তিপূর্ণ পরিবেশে রেখেছেন, জনগণ এটাই চাই। দ্বিতীয় ধাপের পৌরসভা নির্বাচন সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু এবং উৎসবমুখর পরিবেশে হয়েছে, যা দেশের জনগণ মনে রাখবে।’

পরে তিনি পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যোগ দেন। কার্ড বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) মো. আসলাম হোসেন, কুষ্টিয়া মহিলা বিষয়ক অধিদফতরের উপপরিচালক নূরে সফুরা ফেরদৌস। কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জুবায়ের হোসেন চৌধুরী।