ভাড়া না পেয়ে ঘর অবরুদ্ধ, শিশু মৃত্যুর ঘটনায় মামলা

লবণচরায় ঘর ভাড়া না পেয়ে ভাড়াটিয়ার দরজায় তালা দিয়ে অবরুদ্ধ ও বন্ধ ঘরে শিশু মৃত্যুর ঘটনায় আদালতে মামলা হয়েছে। আদালত মামলা গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। সোমবার (১৮ জানুয়ারি) বেলা ১২টায় মুখ্য মহানগর হাকিম আদালত ড. আতিকুস সামাদ এই আদেশ দেন। এর আগে সকালে নিহত ছয় মাসের শিশু নেলিহার পিতা ইমদাদুল হক সাগর বাদী হয়ে মুখ্য মহানগর হাকিম ড. আতিকুস সামাদের আদালতে মামলা করেন।

মামলায় বাড়িওয়ালা কুয়েত প্রবাসী নূর ইসলাম ও তার পিতা নওশের আলীকে আসামি করা হয়।

বাদীপক্ষের আইনজীবী মানবাধিকারকর্মী মমিনুল ইসলাম জানান, এ মামলায় চিকিৎসকসহ ৮ জনকে সাক্ষী করা হয়েছে। বিচারক শুনানি শেষে অভিযোগ আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আদালত তদন্ত করে আগামী ধার্য দিন ১১ মার্চ রিপোর্ট প্রদানের জন্য আদেশ দিয়েছেন।

মামলায় বাদী উল্লেখ করেছেন, মাত্র এক মাসের বাড়ি ভাড়া না পেয়ে বাড়িওয়ালার পিতা নওশের আলী তাদের ঘরে অনধিকার প্রবেশ করে জীবননাশের হুমকি দেন। ঘরে থাকা আসবাবপত্রের ক্ষতি করে প্রধানগেটে তালা লাগিয়ে দেন। ঘর তালাবদ্ধ থাকায় শিশু পানিতে ডুবে গেলেও তাকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়নি। যা চিকিৎসা কাজে বাঁধা ও হত্যার সামিল।

মামলায় উল্লেখ করা হয়, এ বিষয়ে লবণচরা থানায় অভিযোগ করতে গেলে পুলিশ তাদের অভিযোগ গ্রহণ করে সাদা কাগজে স্বাক্ষর নেয়। পরে তারা জানতে পারেন, পুলিশ অভিযোগ গ্রহণ করেনি। আদালত বাদীর অভিযোগ পর্যালোচনা করে মামলাগ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন।