৪২ কেজি হরিণের মাংসসহ দুই পাচারকারী আটক

হরিণ ধরা ও হত্যা বা বিক্রি আইন করে নিষিদ্ধ করা হলেও সুন্দরবনে চোরা শিকারির উপদ্রব থামছেই না। আবারও বাগেরহাটের রামপালে ৩টি মাথা ও ৪২ কেজি হরিণের মাংসসহ দুই চোরা শিকারিকে আটক করেছে জেলা ডিবি পুলিশ। সোমবার রাতে রামপাল উপজেলার বগুড়া ব্রিজের কাছে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক দুই চোরাশিকারি হলেন বাগেরহাটের রামপাল উপজেলার গোবিনাথপুর গ্রামের জুমাতুল্লা শেখের ছেলে আব্দুর রহমান শেখ (৫১) ও আব্দুর রহমান শেখের ছেলে মোস্তাকিন শেখ (২৮)।

বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার সাফিন মাহমুদ দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট ডিবি পুলিশের ওসি সুরেশ চন্দ্র হালদার ও এস আই গাজী ইকবারের নেতৃত্বে সোমবার রাতে বাগেরহাটের রামপাল উপজেলার বগুড়া ব্রিজের কাছে অভিযান চালিয়ে ৩টি মাথাসহ ৪২ কেজি হরিণের মাংসসহ দুই চোরা শিকারিকে আটক করা হয়। আটক দুই চোরা শিকারি নামে রামপাল থানায় মামলা দায়ের করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

এর আগে রবিবার দিবাগত রাত সাড়ে ১০টায় বাগেরহাটের শরণখোলা উপজেলার সুন্দরবন সংলগ্ন রসুলপুর বেড়িবাঁধের ওপর থেকে ২০ কেজি হরিণের মাংসসহ মিলন মোড়ল (৩৫) নামের এক পাচারকারীকে আটক করেছে বনরক্ষীরা।