খুলনায় কলেজছাত্র সুদর্শন হত্যা মামলায় মা-ছেলের যাবজ্জীবন

খুলনা সরকারি সুন্দরবন কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সুদর্শন রায় (২৫) হত্যা মামলায় মা-ছেলেকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৭ ফেব্রুয়ারি) খুলনার অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন ডুমুরিয়ার মির্জাপুর গ্রামের বিপুল বিশ্বাসের স্ত্রী দ্রৌপদী বিশ্বাস (৪৫) ও ছেলে কংকন বিশ্বাস (২২)।

রায়ে বিচারক ৩০২ ধারায় আসামি দ্রৌপদী বিশ্বাস এবং কংকন বিশ্বাসকে যবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন। অপরদিকে, দ্রৌপদীকে ২০১ ধারায় ৩ বছর সশ্রম কারাদণ্ড; ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাস কারাদণ্ড দিয়েছেন। এ মামলার অপর আসামি দ্রোপদীর স্বামী বিপুল বিশ্বাসকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত দ্রৌপদী ও কংকন আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণীতে জানা যায়, ২০১৭ সালের ২১ ফেব্রুয়ারি রাত সোয়া ১২টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে কোনও এক সময়ে বটিয়াঘাটা উপজেলার বুনরাবাদ গ্রামের সুকুমার রায়ের পুত্র সুদর্শন রায়কে হত্যা করে আসামিরা। এরপর তার লাশটি গুম করার উদ্দেশ্যে ডুমুরিয়া মির্জাপুর গ্রামস্থ দক্ষিণ খালের উত্তরপাশে অরুন কুমার মহলদারের পুকুরের বেড়িবাঁধের ওপর ফেলে রেখে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে তার লাশটি উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের মামা দীনবন্ধু মণ্ডল বাদী হয়ে ডুমুরিয়া থানায় দণ্ডবিধির ৩০২/২০১/৩৪ ধারায় মামলা দায়ের করেন। ২০১৮ সালের ২৯ জানুয়ারি তিন আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। আদালত বিভিন্ন কার্য দিবসে ২৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন।