কালীগঞ্জে বাস দুর্ঘটনায় ট্রাকচালক আটক

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকের চালক রনি গাজীকে (২৮) গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে যশোরের বেনাপোল সীমান্ত থেকে তাকে আটক করা হয়। এছাড়াও কালীগঞ্জ ট্রাক টার্মিনাল থেকে ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃত ট্রাকচালক রনি যশোরের শার্শা উপজেলার সনাতনকাটি গ্রামের মশিয়ার রহমান গাজীর ছেলে।

ঝিনাইদহের কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহতের ঘটনায় অভিযুক্ত ট্রাকচালক আটক

বারোবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেজবাহ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালায় তারা। এ সময় ভারতে পালিয়ে যাওয়ার সময় রনি গাজীকে আটক করা হয়। গত ১১ ফেব্রুয়ারি যশোর সদরের শেখহাটি গ্রামের আমিনুর রহমান বাদী হয়ে বাস ও ট্রাকের অজ্ঞাত ড্রাইভারদের আসামি করে মামলাটি দায়ের করেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, গত বুধবার বিকালে কালীগঞ্জ উপজেলার বারোবাজারে যশোর থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী গড়াইয়ের জে কে পরিবহনের একটি বাস ও ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৯ জন ও পরে আরও ৩ জন মারা যান। ঘটনার পর থেকে পলাতক ছিল ট্রাকের চালক।

আরও পড়ুন...

বাস দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১২, শোকের মাতম

মাস্টার্স পরীক্ষার ফল আর জানা হবে না রেশমার