অবৈধভাবে ভারতে যাওয়ার সময় আটক ২০

বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় নাগরিকসহ ২০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাত থেকে শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত সীমান্তের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান জানান, মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে কয়েকজন বাংলাদেশি ভারতে যাওয়ার চেষ্টা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে বৃহস্পতিবার রাতে শ্রীনাথপুর সীমান্তের সরিষাঘাটা এলাকা থেকে নারীসহ ৩ জন, শ্যামকুড় সীমান্তের একাশিপাড়া থেকে নারী ও শিশুসহ ১২ জন, একই এলাকা থেকে সুরমা বিশ্বাস (৭০) নামের এক ভারতীয় নাগরিক এবং শুক্রবার সকালে পলিয়ানপুর সীমান্ত এলাকা থেকে ৪ জন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়।

আটককৃত ভারতীয় নাগরিকের বাড়ি বর্ধমান জেলার সুরুলিয়া গ্রামে। আটককৃত বাংলাদেশিদের বাড়ি ঝিনাইদহ, সাতক্ষীরা, যশোর, ব্রাহ্মণবাড়িয়া, মাদারীপুর, নড়াইল, বরিশাল, পিরোজপুর ও খুলনা জেলার বিভিন্ন উপজেলায়। আটককৃতদের বিরুদ্ধে বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে।