করোনা উপসর্গে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কিশোরের মৃত্যু

রকি সরেণ (১৬) নামে যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের এক কিশোরের করোনা উপসর্গে মৃত্যু হয়েছে।

খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (২ মে) বেলা ১২টার দিকে তার মৃত্যু হয়।

শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ডেথ সার্টিফিকেটে ডাক্তাররা তাকে করোনা সাসপেক্ট উল্লেখ করেছেন। 

তিনি জানান, জ্বর, শ্বাসকষ্ট, কাশি ও পেটব্যথার অসুখ নিয়ে গত শনিবার (১ মে) রকি সরেণকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা খারাপ হওয়ায় ডাক্তাররা তাকে খুলনায় রেফার করেন। সেদিন রাতেই তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বেলা ১২টার দিকে ছেলেটি মারা যায়। 

শিশু উন্নয়ন কেন্দ্রের সহকারী পরিচালক জাকির হোসেন বলেন, ২ মে রাত ১২টার দিকে তার অভিভাবকরা এসে মরদেহ নিয়ে যান। 

রকি রাজশাহীর তানোর উপজেলার সুলতান সরেণের ছেলে। খুনের মামলায় চার বছর আগে রাজশাহীর আদালতের মাধ্যমে তাকে শিশু উন্নয়ন কেন্দ্র আনা হয়।