প্রথমবারের মতো ভারতফেরত এক শিশুর করোনা শনাক্ত

এই প্রথম ভারত ফেরত ১১ বছর বয়সী এক শিশুর শরীরে করোনা শনাক্ত হয়েছে বেনাপোলে। বুধবার (১৯ মে) রাতে তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা ডেডিকেটেড ইউনিটে ভর্তি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী জানান, শিশুটি ব্লাড ক্যানসারের রোগী। উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নিয়ে যান তার মা ও মামা। গত ৫ মে পেট্রাপোল বর্ডার দিয়ে বেনাপোল ইমিগ্রেশন হয়ে তারা দেশে ফেরেন। ওইদিন তাদের তিন জনকে বেনাপোলের নিশান হোটেলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়। ১৪তম দিনে মঙ্গলবার (১৮ মে) তাদের নমুনা সংগ্রহ করা হয় পরীক্ষার জন্য। বুধবার (১৯ মে) জানা যায় ওই শিশুটি করোনা পজিটিভ।

তিনি বলেন, শিশুটির মা ও মামার পরীক্ষায় করোনা নেগেটিভ এসেছে। বুধবার সন্ধ্যায় শিশুটিকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন থেকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ব্যাপারে সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন জানান, ভারতফেরত কোনও শিশুর শরীরে এই প্রথম করোনা শনাক্ত হয়েছে। শিশুটি বর্তমানে যশোর সদর হাসপাতালে ভর্তি আছে।