সুন্দরবনে বনকর্মীদের মারপিট করে হরিণসহ শিকারিদের পলায়ন

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কাইনমারী খালের কাঠেরশর টহল ফাঁড়ির বনপ্রহরীরা টহলরত অবস্থায় শিকারিদের বেধড়ক মারপিটের শিকার হয়েছেন। এ ঘটনায় দুই বনকর্মী আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৯ জুন) বন বিভাগের বুড়িগোয়ালিনী স্টেশন কর্মকর্তা সুলতান আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

বন বিভাগ জানায়, গত সোমবার (৭ জুন) দুপুর ১২টার দিকে বনপ্রহরীরা নিয়মিত টহলের সময় তিন হরিণ শিকারিসহ একটি নৌকা আটক করেন। এ সময় শিকারিরা কৌশলে বনপ্রহরীদের বেধড়ক মারপিট করে পালিয়ে যায়। এ ঘটনায় বনপ্রহরী রাজ বাবর ইসলাম সজল ও আব্দুল আজিজ গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়, ওই হরিণ শিকারিরা হলো– গাবুরার ৯ সোরা গ্রামের আমজাদ আলীর ছেলে আমিনুর, মৃত মোকছেদ গাজীর ছেলে ইউনুচ গাজী এবং আমজাদ গাজীর ছেলে আব্দুর রউফ। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।