পথে পথে বাদাম বিক্রি করে চলে অন্ধ সাদেকের সংসার

সাদেক আলী, বয়স ৫০। কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মুসলিম নগর গ্রামে বাড়ি। জন্ম থেকে দুই চোখে দৃষ্টিশক্তি নেই। তবে এটাকে নিজের দুর্বলতা হিসেবে ভাবেননি কখনও। পথে পথে ঘুরে বাদাম বিক্রি করে জীবিকা নির্বাহ করেন তিনি।

জানা গেছে, মুসলিম নগর গ্রামের নুর ইসলামের ছেলে সাদেক আলী জন্ম থেকেই অন্ধ। স্ত্রী আর দুই মেয়ে নিয়ে তার সংসার। বড় মেয়ের বিয়ে হয়ে গেছে। ছোট মেয়ে ষষ্ঠ শ্রেণিতে পড়ে। সম্বল বলতে বাবার দেয়া এক কাঠা জমির উপর একটা ছোট্ট ঘর। এখানেই স্ত্রী-সন্তান নিয়ে তার বসবাস।

সাদেক আলী জানান, জন্ম থেকে অন্ধ হলেও এটাকে দুর্বলতা মনে করেন না। প্রতিদিন বাড়ি থেকে পার্শ্ববর্তী বিভিন্ন উপজেলায় গিয়ে পায়ে হেটে বাদাম বিক্রি করেন।

অন্ধত্বকে নিজের দুর্বলতা মনে করেন না তিনি

তিনি আরও বলেন, ‘প্রায় ২৫ বছর ধরে পথে পথে ঘুরে বাদাম বিক্রি করে বেড়াই। সারাদিন বাদাম বিক্রি করলে তিন-চারশ টাকা আয় হয়। এই দিয়ে কোনও রকম সংসার খরচ চলে যায়।’

সাদেক আলী বলেন, ‘একটি প্রতিবন্ধী ভাতার কার্ড রয়েছে। এছাড়া সরকারি কোনও সহযোগিতা পাইনি। আমার একটা মাত্র দুইচালা ঘর, তাও পাটকাঠির বেড়া। সরকার একটা ঘরের ব্যবস্থা করে দিলে ভালো হয়।’