কুষ্টিয়ায় একদিনে আরও ২০ মৃত্যু

করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে গত ২৪ ঘণ্টায় আরও ২০ জন মারা গেছেন। রবিবার (১৮ জুলাই) সকাল ৮টা পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃৃত্যু হয়।  এদের মধ্যে করোনায় ১২ জন এবং আট জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন।
 
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এম এ মোমেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

এদিকে, জেলায় নতুন ৯৮৮ জনের নমুনা পরীক্ষা করে ২০৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় জেলায় নমুনা পরীক্ষা বিবেচনায় করোনা শনাক্তের হার ২০ দশমিক ৭৪ শতাংশ। নতুন করে শনাক্ত হওয়া ২০৫ জনের মধ্যে কুষ্টিয়া সদর উপজেলায় ৪১ জন, দৌলতপুরে ৩৭ জন, কুমারখালীতে ৪৯ জন, ভেড়ামারায় ৪৬ জন, মিরপুরে ১৩ জন ও খোকসার ১৯ জন রয়েছেন।
 
হাসপাতালের পরিসংখ্যান কর্মকর্তা মো. মেজবাউল আলম দুপুরে জানান, সকাল সাড়ে ৯টা পর্যন্ত কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ২৫০ জন রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে করোনায় আক্রান্ত হয়ে ১৮৩ এবং ৬৭ জন উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন।