সাতক্ষীরায় করোনার চেয়ে উপসর্গে মৃত্যু ছয় গুণ

সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও উপসর্গে আরও নয় জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিক্যাল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে আট জন করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। অন্যজন করোনায় আক্রান্ত ছিলেন। এ নিয়ে জেলায় ২৪ জুলাই পর্যন্ত করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ৫১০ জন। এর মধ্যে করোনায় মারা গেছেন ৮৩ জন। হিসাবে করোনার চেয়ে উপসর্গ নিয়ে জেলায় মৃত্যু ছয় গুণ বেশি।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে  সাতক্ষীরা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন এসব ব্যক্তি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। 

এদিকে গত ২৪ ঘণ্টায় সামেক হাসপাতালের পিসিআর ল্যাব ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৯২ নমুনা পরীক্ষায় ৬১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২০ দশমিক ৮৯ শতাংশ। 

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিক্যাল কর্মকর্তা ও জেলা করোনা বিষয়ক তথ্য কর্মকর্তা ডা. জয়ন্ত কুমার সরকার বলেন, এ পর্যন্ত সাতক্ষীরায় করোনা রোগীর সংখ্যা পাঁচ হাজার ২২৯ জন। জেলায় সুস্থ হয়েছেন চার হাজার ৩২ জন। 

বর্তমানে করোনা রোগী রয়েছেন এক হাজার ১২৩ জন। হাসপাতালে ভর্তি করোনা রোগীর সংখ্যা ২৬ জন। এদের মধ্যে সামেক হাসপাতালে ১৯ জন ও বেসরকারি হাসপাতালে সাত জন ভর্তি আছেন। হোম আইসোলেশনে আছেন এক হাজার ৯৭ জন। উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি আছেন ২৩০ জন। এর মধ্যে সরকারি হাসপাতালে ভর্তি ১৮১ জন এবং বেসরকারি হাসপাতালে ভর্তি ৪৯ জন। সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২৩৯ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৬ জন। করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৮৩ জন। উপসর্গ নিয়ে মারা গেছেন ৫১০ জন।