কুষ্টিয়ায় কমেছে মৃত্যু 

কুষ্টিয়ায় করোনায় মৃত্যুর হার কমেছে। গত ২৪ ঘণ্টায় জেলায় পাঁচ জন মারা গেছেন। এর মধ্যে করোনা ডেডিকেটেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চার জন এবং কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যান। 

গত এক মাসের মধ্যে জেলার করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যুর সংখ্যা আজই সর্বনিম্ন। 
 
জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৬৩ জনের নমুনা পরীক্ষা করে ২২৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৪৯ দশমিক ৩২ শতাংশ।
নতুন করে শনাক্ত হওয়া ২২৭ জনের মধ্যে কুষ্টিয়া সদরে ১৫৭ জন, দৌলতপুরে তিন জন, কুমারখালীর ৩০ জন, ভেড়ামারার ১০ জন, মিরপুরে ১৯ জন ও খোকসায় ৮ জন রয়েছেন।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মোমেন জানান, বর্তমানে হাসপাতালটিতে মোট ১৯৩ জন ভর্তি রয়েছেন। এর মধ্যে ১৪৯ জন করোনা রোগী রয়েছেন। এছাড়া করোনার উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন আরও ৪৪ জন।