খুলনার চার হাসপাতালে একদিনে ১৬ মৃত্যু

খুলনার সরকারি-বেসরকারি পাঁচটি হাসপাতালের চারটিতে গত ২৪ ঘণ্টায় ১৬ জন করোনা রোগী মারা গেছেন। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সাড়ে ৮টা পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এর মধ্যে শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে তিন জন, খুলনা ২০০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালে সাত, জেনারেল হাসপাতালে এক ও বেসরকারি গাজী মেডিক্যাল হাসপাতালে পাঁচ জন মারা গেছেন।

শহীদ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. প্রকাশ দেবনাথ জানান, গত ২৪ ঘণ্টায় তিন জন মারা গেছেন। হাসপাতালের করোনা ইউনিটে বর্তমানে ভর্তি আছেন ৪২ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছে ১০ জন। গত ২৪ ঘণ্টায় সাত জন রোগী ভর্তি হন। আর সুস্থ হয়ে ফিরেছেন তিন জন।

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, সকাল ৯টা পর্যন্ত ভর্তি রোগী আছেন ৭৫ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৯ জন। সুস্থ হয়েছেন ১২ জন। মারা গেছেন পাঁচ রোগী।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. কাজী আবু রাশেদ জানান, ভর্তি রোগী আছেন ৪০ জন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ৯ জন। ছাড়পত্র নিয়েছেন আট জন। মারা গেছেন একজন।

খুলনা ২০০ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার জানান, হাসপাতালে ১২৬ জন রোগী ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন। ছাড়পত্র নিয়েছেন ২১ জন। মারা গেছেন সাত করোনা রোগী।

খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র জানান, এখানে ৬১ জন করোনা পজিটিভ ভর্তি আছেন। গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন পাঁচ জন। ছাড়পত্র নিয়েছেন ৯ জন। হাসপাতালের করোনা ইউনিটের কোনও মৃত্যুর ঘটনা নেই।