খুলনার ৩ হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু

খুলনার সরকারি-বেসরকারি তিনটি হাসপাতালে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। বুধবার (৪ আগস্ট) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় তারা মারা গেছেন।

খুলনা সিটি মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র জানান, গত ২৪ ঘণ্টায় এ হাসপাতালে ভর্তি হয়েছেন ১২ জন। ছাড়পত্র নিয়েছেন পাঁচজন। দুইজন মারা গেছেন। বর্তমানে ভর্তি রয়েছেন ৬৫ জন। এ হাসপাতালে মৃতরা হলেন- হোসনে আরা বেগম (৬২) ও নাসরীন নাহার (৫৫)।

গাজী মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড ইউনিটের মুখপাত্র ডা. গাজী মিজানুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ছয়জন, ছাড়পত্র নিয়েছেন ৮ জন। মারা গেছেন একজন। বর্তমানে ভর্তি রয়েছেন ৫৭ জন। মৃতের নাম গোপালগঞ্জের কবিতা (৩০)।

খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালের মুখপাত্র ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৬ জন, ছাড়পত্র নিয়েছেন ৩১ জন। মারা গেছেন ছয়জন। বর্তমানে ভর্তি আছেন ১১২ জন।

খুলনা জেলা সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় ৬৬২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ১০৩ জন। আক্রান্তের হার ১৫ শতাংশ। হাসপাতালে মারা যাওয়া ৯ জনের মধ্যে পাঁচজন খুলনার। খুলনায় এ নিয়ে ৬২২ জনের মৃত্যু হলো।