চুয়াডাঙ্গায় আড়াই কোটি টাকার সোনার বার আটক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর সীমান্ত থেকে প্রায় আড়াই কোটি টাকা মূল্যের ১১টি সোনার বার আটক করেছে বিজিবি। বুধবার (০১ সেপ্টেম্বর) সকাল সোয়া ৭টার দিকে এগুলো আটক করা হয়।

চুয়াডাঙ্গার ৬ বিজিবির অতিরিক্ত পরিচালক ও ভারপ্রাপ্ত অধিনায়ক নিস্তার আহমেদ আজ সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, সকালে বাইসাইকেল চালিয়ে এক ব্যক্তি বাংলাদেশ থেকে ভারতের দিকে যাওয়ার সময় বিজিবি ধাওয়া করলে লোকটি তার বাইসাইকেল ও কোমরে বাঁধা কাপড়ের ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে বিজিবির সদস্যরা ব্যাগটি খুলে তিন কেজি ৭৪০ গ্রাম ওজনের ১১টি সোনার বার ও একটি বাইসাইকেল আটক করে। যার আনুমানিক মূল্য তিন কোটি ৩৫ লাখ ৬৬ হাজার ৫৮৯ টাকা।

তিনি আরও জানান, আটক সোনা দর্শনা থানায় হস্তান্তর করে বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম আজাদ বাদী হয়ে জেলার দামুড়হুদা উপজেলার ঠাকুরপুর গ্রামের মৃত লুৎফর বিশ্বাসের ছেলে মোস্তাফিজুর রনহমানকে (ফিজুর) আসামি করে একটি মামলা দায়ের করেন।