২৯ লাখ টাকার রুপা ফেলে পালালো চোরাকারবারিরা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মুন্সিপুর সীমান্ত থেকে ২২ কেজি ৬০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করেছে বিজিবি। শুক্রবার (১০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে দামুড়হুদা উপজেলার মন্সিপুর সীমান্তের ৯৩নং মেইন পিলারের কাছ থেকে এসব রুপার গহনা উদ্ধার করা হয়।

এ ঘটনায় বিজিবি শনিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে দামুড়হুদা মডেল থানায় অজ্ঞাত তিন চোরাকারবারিকে আসামি করে মামলা দায়ের করেছে।

চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ খালেকুজ্জামান জানান, শুক্রবার ৯৩নং মেইন পিলার এলাকায় টহল চালায় বিজিবি। এ সময় তিন চোরাকারবারিকে দেখে চ্যালেঞ্জ করলে তারা তিনটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগ তল্লাশি করে ২২ কেজি ৬০০ গ্রাম ভারতীয় রুপার গহনা উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ২৯ লাখ ছয় হাজার ৩৭০ টাকা। ওই তিনজনকে অজ্ঞাত দেখিয়ে শনিবার দুপুর দামুড়হুদা থানায় মামলা দায়ের করা হয়।