ইউপি নির্বাচনে আ.লীগের বিদ্রোহীদের বহিষ্কার 

খুলনায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় নাম লেখানো নেতাকর্মীদের সাময়িকভাবে বহিষ্কার করেছে আওয়ামী লীগ। শনিবার (১১ সেপ্টেম্বর) খুলনা জেলা শাখার বর্ধিত সভা ও কার্যনিবাহী কমিটির সভার পর এই সিদ্ধান্ত জানানো হয়। দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। সভা পরিচালনা করেন খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক অ্যাড. সুজিত অধিকারী।

সভায় নেতারা বলেন, ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীকে জয় নিশ্চিত করতে হবে, এর কোনও বিকল্প নেই। নৌকার প্রার্থীর বিপক্ষে যে সব নেতাকর্মী অবস্থান নেবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। 

সভায় আসন্ন ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থীর (নৌকার) বিপক্ষে নির্বাচনে অংশগ্রহণকারী খুলনা জেলা আওয়ামী লীগের সদস্য হায়দার মোড়ল, কয়রা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজয় কুমার সরকার, সহ-সভাপতি আমির আলী গাঈন, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম ঠান্ডু মোল্যা, পাইকগাছা থানা আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ গোলদার, সেনহাটী ইউনিয়নে গাজী জিয়াউর রহমান, কয়রা উপজেলার বেদকাশী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা মোড়ল আছের আলী, বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগ সদস্য শেখ মো. আসাবুর রহমান, দাকোপ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সঞ্জয় মোড়ল, বানিশান্তা ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সুভাংশু বদ্ধ্য, কামারখোলা ইউনিয়ন আওয়ামী লীগ সদস্য সমরেশ রায়সহ সব বিদ্রোহী প্রার্থীদের স্ব স্ব দলীয় পদ হতে সাময়িক বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

আগামী তিন দিনের মধ্যে কেন তাদের স্থায়ী বহিষ্কার করা হবে না, তা জানাতে নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া আাওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কোনও নেতাকর্মী বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করলে তাদেরকে আগামী তিন দিনের মধ্যে নৌকার পক্ষে কাজ করতে নির্দেশ দেওয়া হয়। অন্যথায় তাদেরকেও বহিষ্কারের হুঁশিয়ারি দেওয়া হয়। 

এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও অন্যান্য নেতৃবৃন্দের অংশগ্রহণে উপজেলাভিত্তিক বিশেষ বর্ধিতসভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী ১৪ সেপ্টেম্বর সকালে কয়রা উপজেলায়, বিকালে পাইকগাছা উপজেলায়, ১৫ সেপ্টেম্বর দাকোপ উপজেলায়, ১৬ সেপ্টেম্বর বটিয়াঘাটা উপজেলায় এবং ১৭ সেপ্টেম্বর দিঘলিয়া উপজেলায় বিশেষ বর্ধিতসভা অনুষ্ঠিত হবে।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য আলহাজ্ব মোল্যা জালাল উদ্দিন, সহ-সভাপতি অ্যাড. সোহরাব আলী সানা, অ্যাড. কাজী বাদশা মিয়া, অ্যাড. এম. এম. মুজিবর রহমান, এ এফ এম মাকসুদুর রহমান, অ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ, আব্দুস সালাম মুর্শিদী ও আক্তারুজ্জামান বাবু প্রমুখ।