মাগুরায় বাস খাদে পড়ে ৪ যাত্রী নিহত, আহত ৫০

মাগুরায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে চার যাত্রী নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন। রবিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে মাগুরা-যশোর সড়কের শালিখা উপজেলার রামকান্তপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- বাসের হেলপার মামুন হোসেন (৩০), নাজমা খাতুন (৩০) ও সহিরুন বেগম (৪৫)।

পুলিশ ও এলাকাবাসী জানায়, যশোর থেকে মাগুরাগামী বিসমিল্লাহ পরিবহনের যাত্রীবাহী বাসটি দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল কেষ্টপুরে এসে নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।

মাগুরা শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হোসেন আল মাহমুদ বলেন, খবর পেয়ে শালিখা থানা পুলিশসহ মাগুরা, শালিখা ও যশোরের দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করে। চারজনের লাশ উদ্ধার  করা হয়েছে। আহতদের মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। লাশ ময়নাতদন্তে সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি হোসেন আল মাহমুদ।