ঝুলন্ত অবস্থায় উদ্ধার মাদ্রাসাছাত্রের হাসপাতালে মৃত্যু

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টার পর সোহাগ (১০) নামের এক মাদ্রাসাছাত্র হাসপাতালে মারা গেছে। বুধবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোহাগ উপজেলার গাংনী ইউনিয়নের মোচাইনগর গ্রামের নওদাপাড়ার নুরুজ জামানের ছেলে। সে মোচাইনগর হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগে পড়তো।

পরিবারের সদস্যরা জানায়, বুধবার সকালে বাড়িতে খেলা করার সময় ফার্নিচারের কাচ ভেঙে ফেলে সোহাগ। এ নিয়ে মা তাকে বকাঝকা করে। এতে অভিমান করে সকালে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করে সোহাগ। এ সময় তার মা দেখে ফেললে দ্রুত সোহাগকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. সাজিদ হাসান বলেন, পরিবারের কাছ থেকে জেনেছি, শিশুটি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। সকাল থেকেই হাসপাতালে চিকিৎসাধীন ছিল। রাত ১০টার দিকে মারা যায়।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, প্রাথমিক তদন্তে জানা গেছে, শিশুটি তার মায়ের ওপর অভিমান করে আত্মহত্যা করেছে। কোনও অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।