ভারতে গেলো আরও ২০৯ টন ইলিশ

দুর্গাপূজা উপলক্ষে দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানির অনুমতি দিয়েছে সরকার। সে লক্ষ্যে বুধবার (২২ সেপ্টেম্বর) ৭৮ মেট্রিক টন ইলিশ দেশটিতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত ১১টা পর্যন্ত সময়ে ২০৯ মেট্রিক টন ইলিশভর্তি ট্রাক বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশের জন্য গেট পাস হয়েছে।

বেনাপোল স্থলবন্দর মৎস্য কোয়ারেন্টিন পরিদর্শক আসওয়াদুল ইসলাম বলেন, ‘দুর্গাপূজা উপলক্ষে এবার ভারতে দুই হাজার ৮০ মেট্রিক টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে সরকার। এসব ইলিশ রফতানির অনুমতি পেয়েছে বাংলাদেশের ৫২টি রফতানিকারক প্রতিষ্ঠান। প্রতিটি প্রতিষ্ঠানকে ৪০ মেট্রিক টন রফতানির অনুমতি দেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ দ্বিতীয় চালানে ১৭ ট্রাকে ২০৯ মেট্রিক টন ইলিশ ভারতে যাচ্ছে। গতকাল ৭৮ টন ৮৪০ কেজি ইলিশ দেশটিতে যায়। পর্যায়ক্রমে বাকি মাছ আগামী ১০ অক্টোবরের মধ্যে ভারতে পৌঁছাবে।’

বেনাপোলের সিঅ্যান্ডএফ এজেন্ট বিশ্বাস ট্রেডার্সের স্বত্বাধিকারী নূরুল আমিন বিশ্বাস বলেন, ‘প্রতি কেজি ইলিশের রফতানি মূল্য ধরা হয়েছে ৮৫০ টাকা। ভারত ও বাংলাদেশ দুই দেশের কাস্টমস থেকে শুল্কমুক্ত সুবিধায় ইলিশের এ চালান ছাড় করানো হচ্ছে। ইলিশের রফতানিকারক প্রতিষ্ঠান হলো ৫২টি।’

উল্লেখ্য, দেশে ঘাটতি থাকায় ২০১২ সাল থেকে ভারতে ইলিশ রফতানি বন্ধ করে সরকার। তবে গত বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানির অনুমতি দিয়েছিল সরকার।