৭৫ পাউন্ডের কেক কেটে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে ৭৫ পাউন্ডের কেক কেটে উদযাপন করেছে যশোর জেলা যুবলীগ। সেইসঙ্গে ৭৫ বীর মুক্তিযোদ্ধার মাঝে পোশাক ও খাবার বিতরণ করা হয়েছে।

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নির্দেশনায় সদর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন বিপুলের পৃষ্ঠপোষকতায় এই আয়োজন করা হয়। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে যশোর প্রেসক্লাবের কনফারেন্স কক্ষে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে এই আয়োজন করা হয়।

জেলা যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শেখ আলাউদ্দিন মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বিপুল।

তিনি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। মহান মুক্তিযুদ্ধে পরাজিত শক্তি ও তার দোসররা শেখ হাসিনাকে হত্যার জন্য একাধিকবার ষড়যন্ত্র করেছে, হামলা চালিয়েছে। কিন্তু দেশবাসীর দোয়ায় তিনি এখনও দেশের কল্যাণে নিরলস কাজ করে যাচ্ছেন।’

সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যদের মধ্যে বীর মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবু সিদ্দিক ও যুবলীগ নেতা মারুফ হোসেন বিপুল, কাজী তৌফিকুল ইসলাম শাপলা, দাউদ হোসেন দফাদার প্রমুখ উপস্থিত ছিলেন।