প্রশাসনের হস্তক্ষেপে ভাঙলো বাল্যবিয়ে, পালালো বর পক্ষ

খুলনার পাইকগাছায় বাল্যবিয়ে আয়োজন ভেস্তে দিয়েছে স্থানীয় প্রশাসন। বুধবার এ বিয়ের আয়োজন করা হয়েছিল। তবে প্রশাসনের লোকজন আসার খবর পেয়ে বর পক্ষ পালিয়ে যায়। পরে বাবার মুচলেকায় বাল্যবিয়ে থেকে রক্ষা পায় স্কুলছাত্রী কনে।

পাইকগাছা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আশা লতা খাতুন বলেন, বুধবার রাড়লী গ্রামের অষ্টম শ্রেণির এক ছাত্রীর সঙ্গে লস্কর গ্রামের নান্টু গাজীর ছেলে নাঈম গাজীর বিয়ে আয়োজনের খবর আসে। আইনজীবী সমিতির একটি কক্ষে নোটারি পাবলিকের মাধ্যমে এ বিয়ের ব্যবস্থা করা হয় বলে জানা যায়। 

খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগমের নির্দেশনায় ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে বর পক্ষের লোকজন পালিয়ে যায়। এ সময় নাবালিকা মেয়ে ও তার পিতাকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে হাজির করা হয়। পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন বাবা।

ইউএনও মমতাজ বেগম ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শাহরিয়ার হক, উপজেলা আনসার কমান্ডার আবু হানিফ ও আনসার সদস্য ফয়সাল।