ইলিশসহ জব্দ ট্রলারের মালিককে জরিমানা

বাগেরহাটের শরণখোলায় ইলিশ আহরণে নিষেধাজ্ঞার দ্বিতীয় দিনে ইলিশসহ জব্দ একটি ট্রলারে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৫ অক্টোবর) বিকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাতুনে জান্নাত।

‘এফবি আল্লাহর দান’ নামে ওই ফিশিং ট্রলারে ইলিশ ও অন্যান্য সামুদ্রিক মাছ পাওয়া যায়। মাছসহ ট্রলাটি উপজেলার সাউথখালী ইউনিয়নের গাবতলা এলাকায় অবস্থান করছিল।

শরণখোলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ জানান, সোমবার মধ্যরাতে তার অফিসের ক্ষেত্র সহকারী মনোতোষ আরিন্দা ও শরিফ আহমেদ জোয়ারদার বলেশ্বর নদে টহল দিচ্ছিলেন। সে সময় গাবতলা ঘাটে ট্রলারটি দেখে তাদের সন্দেহ হয়। পরে তল্লাশি করে মাছ পাওয়ায় ট্রলার ও মাছ জব্দ করে মৎস্য বিভাগের হেফাজতে নেওয়া হয়। পরে মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করা হয়। ট্রলারটির মালিক দক্ষিণ সাউথখালী গ্রামের আলম হাওলাদার। ওই ট্রলারে ছোট-বড় ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ ছিল। পরে মাছগুলো স্থানীয় তিনটি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

ট্রলার মালিক আলম হাওলাদার জানান, ট্রলারটির ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় তারা সময়মতো সাগর থেকে ফিরতে পারেননি।