এবারও হচ্ছে না লালন তিরোধান দিবসের অনুষ্ঠান

করোনাভাইরাস মহামারির কারণে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন শাহ আখড়াবাড়ি প্রাঙ্গণে এবারও ফকির লালন শাহের তিরোধান দিবসের অনুষ্ঠান হচ্ছে না।

মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে এক সংবাদ সম্মেলনে লালন একাডেমির সভাপতি ও কুষ্টিয়ার জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম এ তথ্য জানান।

লিখিত বক্তব্যে সাইদুল ইসলাম বলেন, বিদ্যমান করোনা পরিস্থিতি ও গণজমায়েতের ক্ষেত্রে সরকারি বিধিনিষেধ আরোপ থাকাসহ সার্বিক বিষয়াদি বিবেচনায় আগামী ১ কার্তিক ফকির লালন শাহের ১৩১তম তিরোধান দিবস পালন (লালন মেলা, আলোচনা সভা ও লালন সংগীতাঅনুষ্ঠান) করা সম্ভব হচ্ছে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শারমিন আখতার, লালন একাডেমির সদস্য সচিব ও সহকারী কমিশনার সবুজ হাসান।

উল্লেখ্য, ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক ফকির লালন শাহ দেহধাম ত্যাগ করেন। এরপর থেকেই কুষ্টিয়ার কুমারখালির ছেঁউড়িয়ায় কালিগঙ্গা নদীর তীরে পালিত হয়ে আসছে লালন তিরোধান দিবস। অনুষ্ঠানকে ঘিরে প্রতি বছর ছেঁউড়িয়ায় সমাগম হয় হাজার হাজার মানুষের।