যশোরে ট্রেনের বগি লাইনচ্যুত

বেনাপোল থেকে আসা বেতনা এক্সপ্রেসের (কমিউটার ট্রেন) একটি বগি যশোর রেল স্টেশনে লাইনচ্যুত হয়েছে। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে এ ঘটনা ঘটে। ক্রসিং সড়কে এ দুর্ঘটনা হওয়ায় শহরের মুজিব সড়ক ও রেলগেট এলাকার দুপাশে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

স্টেশন সূত্রে জানা যায়, বেনাপোল থেকে ট্রেনটি ৫টায় ছাড়ার কথা ছিল। কিন্তু ছাড়তে বিলম্ব হওয়ায় তা যশোরে পৌঁছে ৬টা ২৫ মিনিটের দিকে। স্টেশনে পাঁচ মিনিট অবস্থানের পর সেটি খুলনার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা। কিন্তু স্টেশন অভ্যন্তরে প্রবেশমুখে ক্রসিংয়ের মুখে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়।

স্টেশন মাস্টার আয়নাল হোসেন আরও বলেন, ‘আমরা বেতনা এক্সপ্রেসের ইঞ্জিন দিয়েই শান্টিংয়ের কাজ শুরু করেছি। খুলনা থেকে রিলিফ ট্রেনও রওনা হয়েছে। আশা করছি, দুই এক ঘণ্টার মধ্যে লাইন ক্লিয়ার হয়ে যাবে।’