মোংলায় বাল্কহেডডুবি: ভেসে উঠলো নাবিকের লাশ, নিখোঁজ আরও ২

মোংলা বন্দরের পশুর চ্যানেলে বিদেশি জাহাজের ধাক্কায় কয়লাবোঝাই বাল্কহেডডুবির ঘটনায় আরও একজনের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে বন্দর চ্যানেলের হাড়বাড়িয়ার ১২ নম্বর অ্যাংকরেজ এলাকা থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।

লঞ্চ শ্রমিক অ্যাসোসিয়েশনের মোংলা শাখার সহ-সাধারণ সম্পাদক মো. আবুল হাসান বাবুল জানান, গত সোমবার রাতে হাড়বাড়িয়ার ৯ নম্বর বয়া এলাকায় বন্দরের পশুর চ্যানেলে বাল্কহেডটি ডুবে পাঁচ জন নিখোঁজ হন। এর মধ্যে মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে ও সন্ধ্যায় দুজনের লাশ উদ্ধার করা হয়। এরপরও নিখোঁজ থাকেন বাকি তিন জন। নিখোঁজ থাকা অবস্থাতেই সংশ্লিষ্টরা বুধবার উদ্ধার অভিযান বন্ধ করে দেন। এরপর থেকে নিখোঁজদের পরিবারের সদস্যরা লাশের সন্ধানে দুর্ঘটনাকবলিত এলাকায় খুঁজতে থাকে।

তিনি আরও জানান, তারা আজ দুপুরে হাড়বাড়িয়া ৯ নম্বর বয়া এলাকায় একটি লাশ ভাসতে দেখেন। এরপর পুলিশে খবর দিলে তারা এসে লাশটি উদ্ধার করে। উদ্ধার হওয়া লাশটি ওই বাল্কহেডের নাবিক রবিউল ইসলামের (৩৫)। তার বাড়ি পিরোজপুরের স্বরূপকাঠী এলাকায় বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার উদ্ধার হওয়া লাশ দুটি হলো গ্রিজার নুর ইসলাম (৩২) ও সুকানি মহিউদ্দিনের (৩৫)। তাদের বাড়িও স্বরূপকাঠীতে। তবে এখনও আরও দুই নাবিক নিখোঁজ রয়েছেন। তারা হলেন, পিরোজপুরের ভান্ডারিয়ার জিহাদ ও বাগেরহাটের মোংলার সামছু।