শার্শায় কিশোরকে হত্যা করে ইজিবাইক ‘ছিনতাই’

যশোরের শার্শা উপজেলায় সাকিব হোসেন (১৬) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হত্যার পর তার ইজিবাইক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (১৮ জানুয়ারি) সকালে উপজেলার উলাশি ইউনিয়নের ধলদা বড়বাড়িয়া গ্রামের একটি ভাটার পাশ থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ঝিকরগাছা উপজেলার পুরুন্দপুর গ্রামের শাকিল হোসেনের ছেলে সাকিব। তবে সে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতো।

স্থানীয়রা জানায়, সকালে ধলদা বড়বাড়িয়া এলাকার ভাটার পাশে মরদেহ দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশের পাশে একটি হাত মোজা ও মাফলার উদ্ধার করে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, প্রতিদিনের মতো সোমবার (১৭ জানুয়ারি) দুপুরের পর ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হয় সাকিব। সর্বশেষ রাত সাড়ে ৮টার দিকে মোবাইল ফোনে নানার সঙ্গে কথা হয়। স্বজনরা বলছে, রাতের কোনও এক সময় তাকে হত্যা করে ভাটার পাশে ফেলে রেখে চলে যায় দুর্বৃত্তরা। তার ইজিবাইক পাওয়া যায়নি। 

নাভারন সার্কেলের এএসপি জুয়েল ইমরান জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইজিবাইক ছিনতাইয়ের উদ্দেশ্যে ছিনতাইকারীরা এ ঘটনা ঘটিয়েছে। নিহতের শরীরে একাধিক আঘাত ও ক্ষতচিহ্ন রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনায় জড়িতদের আটক পুলিশ কাজ করছে।