অতিরিক্ত যাত্রী বহন করায় ৬ বাসকে জরিমানা

বাগেরহাটে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহনের দায়ে ছয়টি যাত্রীবাহী বাসকে ছয় হাজার ২০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ জানুয়ারি) সারাদিন বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার মো. রাশেদুজ্জামান ও আজিজুল কবির।

করোনা সংক্রমণ রোধে বাসে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন না করা ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ দিন বিভিন্ন অপরাধে ১০ মামলায় চার হাজার ৯০ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার মো. রাশেদুজ্জামান বলেন, ‘যাত্রীবাহী বাসে নির্ধারিত আসনের অতিরিক্ত যাত্রী বহন ও স্বাস্থ্যবিধি নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত যাত্রী বহনের অপরাধে এবং ভোক্তা অধিকার আইনে সাত মামলায় সাত জনকে ছয় হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও আইনের প্রয়োগ নিশ্চিত করতে জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।’