মোংলায় বাংলাদেশি জাহাজের ওপর আছড়ে পড়লো বিদেশি জাহাজ

বাগেরহাটের মোংলা বন্দরের হাড়বাড়ীয়া এলাকায় অবস্থানরত বাংলাদেশি জাহাজের ওপর একটি বিদেশি জাহাজ আছড়ে পড়েছে। মঙ্গলবার (৫ এপ্রিল) দুপুরে হাড়বাড়ীয়ার ৮ নম্বর অ্যাংকারেজে (নোঙ্গর) এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক-কর্মচারীরা জানান, বিদেশ থেকে আমদানিকৃত পাথর নিয়ে বন্দর চ্যানেলের হাড়বাড়ীয়ার ৮ নম্বর অ্যাংকারেজে বাংলাদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি ফাতেমা জাহান’ ও ফ্লাইঅ্যাশ (সিমেন্ট তৈরির কাঁচামাল) নিয়ে আসা বিদেশি জাহাজ ‘এমভি গ্রেট রয়েল’ ৭ নম্বর অ্যাংকারেজে অবস্থান করছে। জাহাজ দুটি থেকে পণ্য খালাস কাজ চলছিল। 

দুপুরে জোয়ারে সময়ে গ্রেট রয়েল জাহাজের অ্যাংকারেজে উঠে গিয়ে ওই জাহাজটির ওপর আছড়ে পড়ে। এতে বাংলাদেশি জাহাজের সামনের অংশে দুমড়ে-মুচড়ে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে বন্দরের নিজস্ব উদ্ধারকারী জাহাজের সহায়তায় বিদেশি জাহাজটিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখরউদ্দীন বলেন, বিদেশি জাহাজটি জোয়ারের সময় ঘুরে যেতে লাগলে অ্যাংকারেজ উঠে যায়। এরপর কাছাকাছি থাকা বাংলাদেশি জাহাজটির ওপর আছড়ে পড়ে। এতে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। ফাতেমা জাহানের রেলিং কিছুটা নষ্ট হয়েছে। খবর পেয়ে বন্দরের উদ্ধারকারী জাহাজ গিয়ে দ্রুত বিদেশি জাহাজটিকে সরিয়ে নিয়েছে।