চুয়াডাঙ্গায় ভুয়া চিকিৎসককে ২ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় আহমদ জামিল মুজহারি ওরফে জাম্মি নামে এক ভুয়া চিকিৎসককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে তার প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

রবিবার (৮ মে) দুপুর ১টায় চুয়াডাঙ্গা পৌর এলাকার রেলবাজারের জাম্মি ডেন্টাল কেয়ারে অভিযান চালান সদর উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাজহারুল ইসলাম জানান, চিকিৎসক সেজে অপচিকিৎসা দিচ্ছেন—এমন সংবাদের ভিত্তিতে দুপুরে জাম্মি ডেন্টাল কেয়ারে অভিযান চালানো হয়। সেখান থেকে আটক করা হয় জামিল মুজহারীকে।

ডিগ্রি না থাকলেও সার্জন হিসেবে পরিচয় দিয়ে রোগী দেখা ও প্রতারণামূলক বিজ্ঞাপন ব্যবহার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৪ ধারায় তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। সেই সঙ্গে সিলগালা করা হয়েছে তার প্রতিষ্ঠানটি। অভিযানে সহযোগিতা করেন সদর থানা পুলিশের একটি টিম।