মুরগিকে কামড়, ৫ কুকুরকে বিষ প্রয়োগে হত্যা

চুয়াডাঙ্গার সদর উপজেলার বেলগাছি দক্ষিণ পাড়ায় মাসুম বিল্লা নামে এক ব্যক্তির বিরুদ্ধে বিষ প্রয়োগে পাঁচটি কুকুর হত্যার অভিযোগ উঠেছে। কুকুরের কামড়ে মুরগি মারা যাওয়ায় ক্ষিপ্ত হয়ে বুধবার (২৯ জুন) তিনি এই কাজ করেছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। অভিযুক্ত মাসুম বেলগাছি গ্রামের আলী কদরের ছেলে।

স্থানীয়রা জানান, দুই দিন আগে মাসুমের বাড়ির মুরগি মারা যায়। এতে ক্ষিপ্ত হয়ে সে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে গ্রামের পাঁচটি কুকুর হত্যা করে।

বেলগাছি গ্রামের বাসিন্দা শফিক মিয়া বলেন, ‘বুধবার সকালে মাসুম গ্রামের বেশ কয়েকটি কুকুরকে খাবার খেতে দেয়। কিছুক্ষণ পরেই দুটি কুকুর মারা যায়। পরে আরও তিনটির মৃত্যু হয়।’

কেয়ার ফর আনক্লেইমড বিস্টের (কাব) সভাপতি বখতিয়ার হামিদ বলেন, ‘কুকুরগুলোকে বিষ দিয়ে যিনি হত্যা করেছেন, তিনি একজন বিকৃত মানসিকতার মানুষ। তাকে আইনের মাধ্যমে শাস্তি না দিলে এমন ঘটনা আরও ঘটবে।’

অভিযুক্ত মাসুম বিল্লা কুকুর হত্যার বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার পালিত মুরগিগুলো কামড়িয়ে মেরে ফেলেছে কুকুর। সে জন্য বিষ দিয়ে কুকুর মেরেছি।’

চুয়াডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম ভূঁইয়া বলেন, ‘কুকুর হত্যার বিষয়টি আমি শুনেছি। প্রাণী হত্যা বন্য আইনে অপরাধ।’ ওই ব্যক্তির বিরুদ্ধে কেউ অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।