ঈদের নামাজ শেষে প্রয়াত স্বজনদের স্মরণ

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে কুষ্টিয়ায় পবিত্র ঈদুল আজহা উদযাপন হচ্ছে। রবিবার (১০ জুলাই) সকালে ঈদের নামাজ শেষে অনেককেই প্রয়াত স্বজনদের কবর জিয়ারত করতে দেখা গেছে। পৃথিবী থেকে চিরবিদায় নেওয়া স্বজনদের আত্মার শান্তির জন্য বিশেষ প্রার্থনা করেন তারা।

কুষ্টিয়ার সুলতানপুর পুর্বপাড়া গোরস্থানে কবর জিয়ারতে আসা শেখ উদাস বলেন, ‘এই কবরস্থানে আমাদের অনেক আত্মীয়-স্বজন শায়িত আছেন। তাদের সবার রুহের মাগফেরাতের জন্য বিশেষ প্রার্থনা করেছি। পাশাপাশি এই পৃথিবী থেকে যত মুসলিম বিদায় নিয়ে চলে গেছেন তাদের সবার জন্য দোয়া করেছি।’

নাহিদ হাসান মান্নান বলেন, ‘চলতি বছরেই নানা ও মামাকে হারিয়েছি। প্রার্থনা করি, আল্লাহ তাদের জান্নাতুল ফেরদৌস দান করুন। এছাড়াও কবরস্থানের সবার জন্য দোয়া করেছি।’

Kushtia-2

আলিফ হোসেন নামে এক যুবক বলেন, ‌‘বাবা, দাদা, দাদি ও দুই চাচাকে হারিয়েছি। পরিবারে আর তেমন কেউ নেই। সবার জন্য দোয়া করতে কবস্থানে এসেছি।’

ডা. মাহমুদুন নবী মিঠু বলেন, ‘ব্যস্ততার কারণে নিয়মিত কবরস্থানে আসা হয় না। তবে বছরের দুটি ঈদে আমরা নামাজ শেষে কবর জিয়ারত করতে আসি।’