‌‘বাঘের সংখ্যা বেড়েছে কী বাড়েনি সুন্দরবন দেখলেই বোঝা যায়’

‘বাঘের বংশ এমনি এমনি বেড়ে যাবে না। সুন্দরবন যদি ভালো না থাকে তাহলে বাঘ বেড়ে গেছে বললেও গ্রহণযোগ্য হবে না। সুন্দরবন ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। কাজেই বাঘের সংখ্যা বেড়েছে কী বাড়েনি সেটা সুন্দরবন দেখলেই বোঝা যায়।’

বিশ্ব বাঘ দিবস উপলক্ষে বাগেরহাটের মোংলা উপজেলায় আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। ‘বাঘ বাঁচাও, সুন্দরবন বাঁচাও’ প্রতিপাদ্যে বাঘ দিবস পালিত হচ্ছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (২৯ জুলাই) সকালে বাঘ ও বাঘের আবাসস্থল সুন্দরবন রক্ষার দাবিতে র‍্যালি, আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে বের হওয়া বর্ণাঢ্য র‍্যালি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে প্রদর্শিত হয় গ্রামীণ ঐতিহ্য লাঠিখেলা। ছিল সুসজ্জিত বাদকদল। র‍্যালি শেষে মুক্তিযোদ্ধা সংসদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত বাঘ দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা’র সাধারণ সম্পাদক শরীফ জামিল। 

তিনি বলেন, ‘সুন্দরবন ধীরে ধীরে ধ্বংসের দিকে চলে যাচ্ছে। বিগত ১০ বছরে বাঘের সংখ্যা দ্বিগুণ হওয়ার কথা থাকলে তা হয়নি। ১০৬টির জায়গায় বেড়ে হয়েছে ১১৪টি। ১০ বছরে বাঘ বেড়েছে আটটি, যা হওয়ার কথা ২১৬টি। নিয়মিত বংশ বৃদ্ধির কারণে আটটা হতে পারে। আবারও জরিপের ফলাফলেও অভিন্নতা আসতে পারে।’

উপজেলা প্রশাসন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন, ওয়াটারকিপার্স বাংলাদেশ ও পশুর রিভার ওয়াটারকিপারের আয়োজনে বাঘ দিবস পালিত হয়েছে। আলোচনা সভা পরিচালনা করেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) বাগেরহাটের আহ্বায়ক পশুর রিভার ওয়াটারকিপার মো. নূর আলম শেখ।