বিশ্ববিদ্যালয়ের হলে ছাত্রীর ‘আত্মহত্যার’ চেষ্টা

খুলনা বিশ্ববিদ্যালয়ের হলে এক ছাত্রীর আত্মহত্যার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে ছাত্রীদের একটি হলে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক পরিচালক মো. শরীফ হাসান লিমন বলেন, আত্মহত্যার চেষ্টা করা শিক্ষার্থীর শরীরে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে।

খুমেক হাসপাতাল সূত্র জানা গেছে, সকাল সাড়ে ১১টার দিকে কাউকে কিছু না জানিয়ে হলের মধ্যে থাকা একটি বঁটি নিয়ে শৌচাগারে প্রবেশ করে দরজা আটকে দেন তিনি। পরে বঁটি দিয়ে গলায় আঘাত করেন। রুমে থাকা অন্য ছাত্রীরা বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তার শরীরে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। তাকে পোস্ট অপারেটিভ কেয়ার ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

হরিণটানা থানার ওসি মো. এমদাদুল হক বলেন, মেয়েটি আত্মহত্যার চেষ্টা করেছে বলে জেনেছি। ঘটনা জানার জন্য খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে গেছি।