ছাত্রলীগ করার পাশাপাশি পড়াশোনায়ও মনোযোগী হতে হবে: এমপি নাবিল

ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশে যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ বলেন, ‘বর্তমানে যারা ছাত্র আছে তারাই বাংলাদেশের ভবিষ্যৎ। আমাদের প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি গুরুত্ব দেন শিক্ষায়। ছাত্রলীগ করার পাশাপাশি তোমাদের পড়াশোনাও মনোযোগী হতে হবে। তোমরাই ভবিষ্যতে রাজনীতিবিদ হবে ব্যবসায়ী হবে বিদেশে কাজ করবে। মানুষের জন্য কাজ করবে তোমরা। বঙ্গবন্ধু নিজেই সারাজীবন মানুষের জন্য কাজ করে গেছেন। তোমাদেরকেও সেই পথে হাঁটতে হবে।’

শুক্রবার (২৬ আগস্ট) রাতে যশোর পিটিআই স্কুল অডিটোরিয়ামে আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন। সেখানে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বইটি বিতরণ করা হয়। ছাত্রলীগের পক্ষ থেকে এই সভার আয়োজন করা হয়।

নাবিল আহমেদ বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থেকে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। আগামী নির্বাচনে আবারও আওয়ামী লীগকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশের দায়িত্ব দিতে হবে। এর মাধ্যমে আমরা বাংলাদেশে উন্নয়নের অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে হবে।’

সবাইকে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয়াচীন পড়ার আহ্বান জানিয়ে বলেন, ‘বঙ্গবন্ধুর জীবনী নিয়ে পড়াশোনা করতে হবে। বঙ্গবন্ধুর জীবনীর ওপর আমাদের আরও বেশি গবেষণা করতে হবে। তিনি কীভাবে সোনার বাংলা গড়ার জন্য কাজ করে গেছেন- এসব জানতে। আমাদের সৌভাগ্য যে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। একের পর এক কর্মসূচির মাধ্যমে তিনি আমাদের আর্থসামাজিক উন্নয়ন করে যাচ্ছেন। বর্তমানে বাঙালি জাতি সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। সব সূচকে দেশের এগিয়েছে।’