মেহেরপুর কারাগারে স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু

মেহেরপুর জেলা কারাগারে তোফায়েল আহমেদ নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। নিহত কয়েদি জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি। রবিবার রাত ১০টায় দিকে তার মৃত্যু হয়েছে। 

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, রাতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মেহেরপুর জেলা কারাগারের জেল সুপার মকলেছুর রহমান।

অবশ্য মেহেরপুর বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুন অভিযোগ করেছেন, স্বেচ্ছাসেবক দলের নেতা তোফায়েলকে হত্যা করা হয়েছে।

তিনি বলেন, ‘কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসতে গাফিলতির কারণে তার মৃত্যু হয়েছে। একজন রাজনৈতিক কর্মীর প্রতি যে দায়িত্ব সেটা কারা কতৃপক্ষ সঠিকভাবে পালন করেনি। এটা একটি হত্যাকাণ্ড। আমরা এই হত্যাকাণ্ডের বিরুদ্ধে আইনি পদক্ষেপসহ দলীয় কর্মসূচি নেওয়া হবে।’

তিনি আরও জানান, কারাগারে নিহত তোফায়েল বিএনপির অঙ্গ সংগঠন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলো। প্রায় দুই মাস ধরে তিনি কারাগারে ছিলেন। তার বাড়ি মেহেরপুর সদর উপজেলার উজলপুর গ্রামের কুঠিপাড়ায়। দীর্ঘ দিন ধরে তিনি মেহেরপুর শহরের কাশাড়ি পাড়ায় বসবাস করে আসছিলেন। তার মৃত্যুতে বিএনপি গভীর শোক প্রকাশ করেছে।