নদী দখল-দূষণের প্রতিবাদে কাগজের নৌকা ভাসালো শিক্ষার্থীরা

মোংলা বন্দরসহ সুন্দরবন অঞ্চলের উপকূলীয় এলাকার নদ-নদীকে দখল-দূষণের হাত থেকে রক্ষা করতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ সেপ্টেম্বর) সকালে এ কর্মসূচির আয়োজন করে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)। ‘আমাদের জনজীবনে নৌ-পথ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উপলক্ষে কর্মসূচির আয়োজন করা হয়। এতে শিশু-কিশোর শিক্ষার্থীসহ নানা বয়সী মানুষ এতে অংশ নেয়। এ সময় শিশুরা কাগজের প্রতীকী নৌকা ভাসিয়ে সুন্দরবন দূষণের প্রতিবাদ জানায়।

পরে শহরের মামার ঘাটে আলোচনা সভায় বক্তারা বলেন, দূষণ-দখল-অপরিকল্পিত শিল্পায়ন-আবাসন-সেতু-কালভার্ট এবং নদীতে জাহাজডুবি, জাহাজ থেকে বর্জ্য নিক্ষেপ, অপরিকল্পিত চিংড়ি ঘের এবং ট্যুরিস্টদের ফেলা বর্জ্যে সুন্দরবন অঞ্চলের নদ-নদীতে দূষণ বাড়ছে। সুন্দরবন রক্ষায় দখল-দূষণ বন্ধের দাবি জানানো হয় এই পথসভায়।

বক্তরা বলেন, মোংলা উপজেলায় ৫৫টি প্রবাহমান সরকারি খাল রয়েছে। সেগুলো দখল করে তাতে মাছ চাষ করা হচ্ছে, যা উচ্ছেদ অভিযান অব্যাহত রাখতে হবে।

এ সময় বাপা মোংলার আহ্বায়ক নূর আলম শেখের সভাপতিত্বে বক্তব্য রাখেন– উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কমলেশ মজুমদার, জালিবোট সমিতির সভাপতি এইচ এম দুলাল, বাপা নেতা আব্দুর রশিদ হাওালাদার, নাজমুল হক, কমলা সরকার, শেখ রাসেল প্রমুখ।