নিজ এলাকায় দেড় লাখ টাকা পুরস্কার পেলেন ডিফেন্ডার নীলা

সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডিফেন্ডার নিলুফা ইয়াসমিন নীলাকে সংবর্ধনা দিয়েছে কুষ্টিয়া জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা। শনিবার (১ অক্টোবর) দুপুরে কুমারখালী উপজেলার মীর মোশাররফ সেতু থেকে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে তাকে বরণ করে নেওয়া হয়। পরে সুসজ্জিত গাড়িবহরের মাধ্যমে শহর প্রদক্ষিণ শেষে তাকে নেওয়া হয় জেলা শিল্পকলা একাডেমিতে। সেখানে জেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কুষ্টিয়া জেলা প্রশাসক (ডিসি) সাইদুল ইসলাম ও জেলা পুলিশ সুপার খাইরুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী, নারী ফুটবল দলের ম্যানেজার আফরোজা আক্তার ডিউ, নিলুফা ইয়াসমিন নীলার মা বাছিরন আক্তারসহ জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ক্রীড়াপ্রেমীরা। এ সময় নীলার মা বাছিরন আক্তারকেও সংবর্ধনা দেওয়া হয়।

nilufa1

সংবর্ধনা অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে নীলাকে এক লাখ টাকা এবং জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে ৫০ হাজার টাকা পুরস্কার হিসেবে দেওয়া হয়। এ সময় নীলা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে যে সম্মান দেওয়া হয়েছে তা থেকে আমি অনুপ্রাণিত। এই অনুপ্রেরণা নিয়ে দেশের মানুষকে আরও ভালো ফুটবল খেলা উপহার দিতে পারবো।

কুষ্টিয়ার জেলা জেলা প্রশাসক সাইদুল ইসলাম বলেন, আজ আমরা অনেক আনন্দিত এই কারণে যে যারা সারা বিশ্বের কাছে বাংলাদেশের সুনাম তুলে ধরেছেন তাদের দলের অন্যতম একজন কুষ্টিয়ার মেয়ে নিলুফা ইয়াসমিন নীলা। তাকে সম্মানিত এবং বরণ করতে পেরে আমরাও সম্মানিত বোধ করছি।

ফুটবলের এই কৃতিত্বের কারণে বাংলাদেশ ফুটবল দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাইদুল ইসলাম বলেন, সাফ ফুটবলে নীলা যে কৃতিত্ব দেখিয়েছে তা দেখে কুষ্টিয়ার অনেক খেলোয়াড় উজ্জীবিত হবে। তারাও কুষ্টিয়ার নাম উজ্জ্বল করতে পারবে।

সংবর্ধনা শেষে জেলা প্রশাসনের গাড়িতে নীলাকে কুষ্টিয়া পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়েছে।