নড়াইল-কালনা-ঢাকা মহাসড়কে ১৭ ঘণ্টা পর যান চলাচল শুরু

সিত্রাং ঘূর্ণিঝড়ের প্রভাবে সদর উপজেলার মাদরাসা এলাকায় বটগাছ পড়ে নড়াইল-কালনা-ঢাকা মহাসড়ক ১৭ ঘণ্টা বন্ধ থাকার পর মঙ্গলবার দুপুর থেকে যানবাহন চলাচল শুরু হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সন্ধ্যার দিকে গাছটি ভেঙে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন।

এ কারণে কালনা-নড়াইল-যশোর-বেনাপোলগামী যাত্রীবাহী বাস, অ্যাম্বুলেন্সসহ সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকে পড়ে। চরম দুর্ভোগে পড়েন যাত্রীসাধারণ। সোমবার সন্ধ্যার দিকে সড়কের ওপর গাছটি পড়লেও উদ্ধার অভিযান অনেক দেরিতে শুরু হয়েছে বলে অভিযোগ রয়েছে। ফায়ার সার্ভিসসহ জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত থেকে উদ্ধার অভিযান চালান।

নড়াইল ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, মঙ্গলবার দুপুরের দিকে পড়ে থাকা গাছ কেটে সরানোর পর সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়।

এছাড়া জেলার বিভিন্ন এলাকায় ঘূর্ণিঝড়ে বিভিন্ন প্রকার গাছপালা উপড়ে পড়ে এবং ধানসহ সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

এদিকে, নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে মেহগনি গাছের ডাল ভেঙ্গে মর্জিনা বেগম (৪০) নামে এক গৃহপরিচারিকার মৃত্যু হয়েছে। মর্জিনা বাগেরহাট সদর উপজেলার অর্জুনবাহার গ্রামের আকুব আলী শেখের মেয়ে। মর্জিনা তার আট বছরের ছেলেকে নিয়ে লোহাগড়া পৌরসভার রাজুপুর এলাকায় ভাড়া থাকতেন। তিনি অন্যের বাসায় গৃহপরিচারিকার কাজ করতেন। ভাড়া বাসা থেকে কাজের উদ্দেশ্যে বের হওয়ার সময় এ দুর্ঘটনাটি ঘটে।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজগর আলী বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে মর্জিনার পরিবারকে আর্থিক অনুদানসহ সার্বিক সহযোগিতা করা হবে।