তাপমাত্রা কিছুটা বাড়লেও চুয়াডাঙ্গায় কমেনি শীতের দাপট

চুয়াডাঙ্গায় টানা চার দিন মৃদু শৈত্যপ্রবাহের পর তাপমাত্রা কিছুটা বেড়েছে। সোমবার (০৯ জানুয়ারি) সকাল ৯টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াস। রবিবার (০৮ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই জেলায় তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কমেনি।

সকাল থেকেই সূর্য উঁকি দিচ্ছে। তবে রোদের উত্তাপ কম। তীব্র শীতে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষ। বাইরে বের হতে না পেয়ে তাদের রোজগারে টান পড়ছে। ভোর থেকে অপেক্ষা করেও মিলছে না কাজ। কাজ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরতে হচ্ছে। 

তাপমাত্রা কিছুটা বাড়লেও শীতের দাপট কমেনি

অনেকে রাস্তার পাশে খড়কুটো জালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। প্রয়োজনীয় কাজ ছাড়া তীব্র শীতের হাত থেকে বাঁচতে অনেকে বাড়ি থেকে বের হচ্ছেন না। দুপুর পর্যন্ত দেখা মিলছে না সূর্যের।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল হাসান জানান, গেলো চার দিন ধরে এই জেলার ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছ। এছাড়া বাতাসের আদ্রতার পরিমান ছিল বেশি। দিনের বেলায় সূর্যের উত্তাপ মিলছে না। এতে শীতের তীব্রতা বেশি অনুভূত হচ্ছে। সামনের ২-৩ দিন তাপমাত্রা আরও বাড়তে পারে। তারপর তাপমাত্রা কমতে পারে। এই মাসে আরও দুটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।