বাজারে সংকট, এক গুদামে ২০ হাজার মেট্রিক টন চাল মজুত

বাগেরহাটে অবৈধভাবে মজুত করা ২০ হাজার মেট্রিক টন চাল জব্দ হয়েছে র‌্যাব-৬। এ সময় চালের ওই গুদাম সিলগালা করা হয়েছে। একই সঙ্গে গুদামের ম্যানেজার অলোক চক্রবর্তীকে জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বেলা আড়াইটা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত ফকিরহাটের খাজুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়।

র‌্যাব-৬-এর পরিচালক লে. কর্নেল মুহাম্মদ মোসতাক আহমেদ বলেন, ‘দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার লোভে সরকারি চাল গুদামজাত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৬-এর একটি দল বিকালে খাজুরা বাজার এলাকার এএমএম জুট মিলে অভিযান চালায়। এ সময় ওই গুদামে অবৈধভাবে মজুত করা ২০ হাজার মেট্রিক টন সরকারি চাল পাওয়া যায়।’

তিনি বলেন, ‘এ জন্য এএমএম জুট মিল সিলগালা করা হয় এবং মিলের ম্যানেজার অলোক চক্রবর্তীকে কৃষি বিপণন আইনে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ পরিশোধ করায় বিধি মোতাবেক তা সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে এএমএম জুট মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে জেলা প্রশাসন।’