দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কা, নিহত ২

বা‌গেরহা‌টের ফ‌কিরহা‌টে দাঁড়িয়ে থাকা ট্রাককে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হ‌য়ে‌ছেন। সোমবার (৬ মার্চ) ভো‌রে খুলনা-ঢাকা মহাসড়‌কের ফ‌কিরহা‌টের কাকডাঙ্গা এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। 

প্রাথ‌মিকভা‌বে নিহত‌দের পরিচয় জানা যায়‌নি। তারা ট্রাকশ্রমিক ছিলেন ব‌লে জানা গে‌ছে।

স্থানীয়রা জানান, শব্দ শুনে ঘটনাস্থ‌লে এ‌সে তারা দে‌খেন এক‌টি ট্রাক‌কে অপর এক‌টি ট্রাক ধাক্কা দি‌য়েছে।

মোল্লাহাট হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান জানান, ফ‌কিরহা‌টের কাকডাঙ্গা এলাকায় ঢাকার দিক থেকে আসা এক‌টি বালুবোঝাই ট্রাক রাস্তার ওপর মেরামত কর‌া হচ্ছিল। এ সময় পেছন দিক থে‌কে আসা অপর এক‌টি ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনাস্থ‌লেই দুইজন নিহত হন। প্রাথ‌মিকভা‌বে তা‌দের প‌রিচয় পাওয়া যায়‌নি। মর‌দেহ দুটি উদ্ধার করা হ‌য়ে‌ছে।