স্বামীর ব্যবসার ভ্যান ঠেলার সময় প্রাণ গেলো স্ত্রীর

যশোরের অভয়নগর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আয়েশা বেগম (৩৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৬ মে) বিকালে উপজেলার বুইকরা গ্রামে নিজেদের ব্যবসার ভ্যান ঠেলার সময় বিদ্যুতায়িত হয়ে মারা যান। তিনি ওই গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী।

তার স্বামী জানান, পায়ে চালানো ভ্যানে করে উপজেলার নওয়াপাড়া বাজারে মুড়ি, চানাচুর, ফুসকা ও ঠান্ডা পানি বিক্রি করেন। ভ্যানের চারপাশ উঁচু করে লোহার বেষ্টনী দেওয়া। আজ বিকেলে তিনি বাড়িতে মুড়ি, চানাচুর, ফুসকা ও ঠান্ডা পানির পাত্র ভ্যানে তুলে অন্যান্য কাজ সারছিলেন। ছেলে ভ্যানটি একটু দূরে সরিয়ে রাখে। ওই সময় বিদ্যুতের একটি তার ভ্যানের ওপর পড়লে বিদ্যুতায়িত হয়। পরে স্ত্রী ভ্যানটি সরানোর জন্য ঠেলা দিলে বিদ্যুৎস্পৃষ্ট হন। উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক তাসফিয়া রহমান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

অভয়নগর থানার ওসি মিলন কুমার মণ্ডল বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই নারীর মৃত্যু হয়েছে। থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।