সুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ বনদস্যু গ্রেফতার



খুলনাসুন্দরবন থেকে অস্ত্র ও গুলিসহ এক বনদস্যুকে গ্রেফতার করা হয়েছে। কোস্ট গার্ড পশ্চিম জোন এবং নৌবাহিনী শনিবার দুপুরে যৌথ অভিযান চালিয়ে কুখ্যাত বনদস্যু মাইজে ভাই বাহিনীর সেকেন্ড-ইন কমান্ড সুরত আলীকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে একটি একনলা বন্দুক, দুইটি পাইপগানের যন্ত্রাংশ এবং ১৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন্স কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস এম ফজলুল করিম বলেন, কোস্ট গার্ড এবং নৌবাহিনীর সদস্যরা শনিবার দুপুরে বাগেরহাটের শরনখোলা উপজেলার দক্ষিণ সুন্দরবনের কোকিলমনির নারকেল বাড়ীয়া এলাকায় অভিযান পরিচালনা করেন। কুখ্যাত বনদস্যু মেজো ভাই বাহিনীর সদস্যরা সুন্দরবন ও তৎসংলগ্ন এলাকায় মৎস্যজীবীসহ সাধারণ মানুষের কাছ থেকে জোর করে চাঁদা আদায় এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা শেষে সুন্দরবনের কোকিলমনির নারকেল বাড়ীয়া নদী সংলগ্ন এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে ডাকাত সুরত আলীকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি একনলা বন্দুক, দুইটি পাইপগানের যন্ত্রাংশ, ১৬ রাউন্ড তাজা গোলা ও সিমসহ তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটককৃত বনদস্যু বাগেরহাট জেলার রামপাল থানার গিলাতলা গ্রামের বাসিন্দা।

/জেবি/এমপি/