পুলিশ লাইন্সে যোগদানের ৮ দিনের মাথায় এসআইয়ের আত্মহত্যা

সাতক্ষীরা পুলিশ লাইন্সে সদ্য যোগদানকারী এক এসআই আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে পুলিশ লাইন্সের ব্যারাকের দোতালায় একটি ঘর থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

আত্মহননকারী পুলিশের ওই এসআইয়ের নাম মো. আজাহার আলী। তিনি যশোরের রাজারহাট এলাকার বাসিন্দা। গত ১৪ নভেম্বর নড়াইল জেলা থেকে বদলি হয়ে তিনি সাতক্ষীরা পুলিশ লাইন্সে যোগদান করেন।

সাতক্ষীরা পুলিশ লাইন্সের আরও লিটন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।