কুষ্টিয়ায় নির্বাচনি ক্যাম্পে গুলিবর্ষণ, আহত ১০

কুষ্টিয়াকুষ্টিয়ার দৌলতপুরে ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি অফিসে আওয়ামী লীগ প্রার্থী ও তার ক্যাডার বাহিনী গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দু’জন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার ৬নং চিলমারী ইউনিয়নের এ ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে পদ্মা নদীর তীরবর্তী চিলমারী ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান সাইফুল ইসলাম শেলী ভবনন্দদিয়ার মাছের হাটসংলগ্ন তার নির্বাচনি অফিসে শতাধিক কর্মী নিয়ে মতবিনিময় করছিল। এ সময় আওয়ামী লীগ দলীয় প্রার্থী সৈয়দ আহমেদ ও তার ক্যাডার বাহিনী প্রায় ৩৫টি মোটরসাইকেল নিয়ে সেখানে অতর্কিতভাবে হামলা করে ও ১৫ রাউন্ড গুলিবর্ষণ করে। গুলিতে স্বতন্ত্র প্রার্থীর কর্মী সোহাগ (২০) ও হিমেল (২২) গুলিবিদ্ধ হয়। এছাড়া কামাল মল্লিক (৫০), তোফায়েল (৩০), শাহজাহানসহ (৪০) ১০ জন আহত হয়।
স্বতন্ত্র প্রার্থী দেওয়ান সাইফুল ইসলাম শেলী জানান, সৈয়দ আহমেদ ও তার ক্যাডার বাহিনী আমার কর্মীদের বিভিন্নভাবে হুমকি প্রদর্শন করে আসছিল। এরই জেরে সে গুলিবর্ষণের ঘটনা ঘটিয়েছে।

এদিকে আওয়ামী লীগ প্রার্থী সৈয়দ আহমেদের সঙ্গে যোগাযেগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিদুল ইসলাম শাহিন জানান, ঘটনাস্থল থেকে তিন রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই এলাকায় পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।

/এআর/