মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় চার যুবলীগ কর্মীসহ নিহত ৫

ঘাতক বাসটিতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রামেহেরপুরের মুজিবনগরে সড়ক দুর্ঘটনায় যুবলীগের চার কর্মীসহ পাঁচজন নিহত হয়েছেন। এছাড়া গুরুতর আহত হয়েছেন যুবলীগের ১২ কর্মী। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। জেলা পুলিশ সুপার হামিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
নিহতরা হলেন তুফান খাঁ, নজরুল ইসলাম, আনিস হোসেন, জিরন ও টুকু। নিহতদের সবার বয়েস ২৪ থেকে ৩০ এর মধ্যে। নসিমন চালক টুকু ছাড়া অবশিষ্ট চারজন যুবলীগ কর্মী।
পুলিশ সূত্র জানান, বৃহস্পতিবার জেলা যুবলীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৯৬ তম জন্মদিবস উপলক্ষে মুজিবনগর উপজেলার বাগোয়ান থেকে এসে মেহেরপুর জেলা শহরে আনন্দ মিছিল শেষে শ্যালো ইঞ্জিন চালিত নসিমনযোগে তারা বাড়ি ফিরছিনে। এসময় মুজিবনগর সড়কে চকশ্যামনগর ঈদগাহ মাঠের কাছে মুজিবনগর থেকে পাবনাগামী একটি পিকনিক বাসের (কৌশিক পরিবহন) সঙ্গে নসিমনটির মুখোমুখি সংঘর্ষর ঘটে।
জানা যায়, নসিমনচালক টুকু ঘটনাস্থলেই মারা যান। তুফান খা, নজরুল ইসলাম, আনিস হোসেনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যান। অপর নিহত জিরন রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
গুরুতর আহত ১২ জনকে মেহেরপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত রাশেদুল ইসলাম, মেসের আলী, মনিরুল ইসলাম ও হাসিবুল ইসলামকে রামেকে স্থানান্তরিত করা হয়েছে।

ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। দমকলকর্মীরা আগুণ নিয়ন্ত্রণে এনেছে বলে জানা যায়।

/এইচকে/